Saturday, 12 March 2011

বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল সম্ভাবনা কতটুকু?

বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল সম্ভাবনা কতটুকু?


 
 
 
            শুক্রবার ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ উইকেটে হারিয়ে দিয়েই গ্রুপ বির হিসাব-নিকাশ জটিল করে দিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অল আউট হয়ে ৯ উইকেটে হেরে নিজেদের কোয়ার্টার ফাইনাল স্বপ্নকে কঠিন করে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয় বাংলাদেশকে নিয়ে এসেছে কোয়ার্টার ফাইনালের জোর লড়াইয়ে।
এই গ্রুপ থেকে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত। পাঁচ ম্যাচের তিনটিতে জিতে এবং একটিতে টাই করে ৭ পয়েন্ট নিয়ে ভারত গ্রুপ বির শীর্ষেই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দুটি দলই চারটি করে ম্যাচ খেলে তিনটি করে ম্যাচ জিতে এবং একটিতে হেরে ৬ পয়েন্ট করে পেয়েছে। তবে রান রেটের হিসাবে গ্রুপে দ্বিতীয় স্থানটি দখল করে আছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড ও বাংলাদেশের পয়েন্টের ব্যবধান ১। ইংল্যান্ড দুটিতে হেরে, একটি টাই করে এবং একটি ম্যাচ জিতে কোনোমতে চতুর্থ স্থানটি দখল করে আছে। বাংলাদেশ দুটি জিতে দুটিতে হেরে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।
এখন বাংলাদেশের লাখো-কোটি দর্শকের মনে প্রশ্ন, এই গ্রুপ থেকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা কতটুকু? উত্তর হচ্ছে, বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার যথেষ্টই সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আরও দুটি খেলা বাকি। ইংল্যান্ডের বাকি একটি। এই জায়গাটিতেই ইংল্যান্ডের চেয়ে সম্ভাবনায় একটু হলেও এগিয়ে আছে বাংলাদেশ। ইংল্যান্ড ১৭ মার্চ চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে সেই ম্যাচে ক্যারিবীয়দের হারাতেই হবে তাদের। বাংলাদেশ যদি কাল হল্যান্ডকে হারিয়ে দেয়, সে ক্ষেত্রে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে চলে যাবে কোনো সমস্যা ছাড়াই। আর ইংল্যান্ড যদি জিতে যায়, তাহলে ১৯ মার্চ ঢাকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে বাংলাদেশের। বাংলাদেশ হল্যান্ডকে হারিয়েও যদি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়, আবার অন্যদিকে ইংল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ নাকি ইংল্যান্ড, কোন দল কোয়ার্টার ফাইনালে যাবে, তা নির্ধারণ করতে নেট রান রেটের হিসাবে বসবেন পরিসংখ্যানবিদেরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজে পারফরম্যান্স বাংলাদেশের নেট রান রেট ঋণাত্মক বানিয়ে রেখেছে। রান রেট ভালো করতে হল্যান্ডের বিপক্ষে বড় জয় যথেষ্ট সাহায্য করবে।
তবে সবকিছুর আগে হল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে বাংলাদেশের উত্তুঙ্গ পারফরম্যান্সই এই মুহূর্তে দেশের ১৬ কোটি মানুষের কায়মনো প্রার্থনা।

No comments:

Post a Comment