Tuesday, 8 March 2011

আজ বাংলা চ্যানেল পাড়ি দেবেন মুসা ইব্রাহীম


আজ বাংলা চ্যানেল পাড়ি দেবেন মুসা ইব্রাহীম


         বাংলা চ্যানেল হিসেবে পরিচিত বঙ্গোপসাগরের প্রায় সাড়ে ১৪ কিলোমিটার সমুদ্রপথ আজ বুধবার সাঁতরে পাড়ি দেবেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। সাঁতারু লিপটন সরকারের নেতৃত্বে ‘বাংলা চ্যানেল সাঁতার ২০১১’ নামের অভিযানে তিনি অংশ নিচ্ছেন।
এর আগে পাঁচবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন লিপটন সরকার। মুসা ইব্রাহীম এই প্রথমবারের মতো এ সাঁতারে অংশ নিচ্ছেন।
বাংলাদেশের মূল স্থলভাগের শেষ অংশ কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ বঙ্গোপসাগরের এই পথই বাংলা চ্যানেল। মুসা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, জোয়ার-ভাটার সময় হিসাব করে আনুমানিক সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপ থেকে সাঁতার শুরু হবে। পাঁচ থেকে ছয় ঘণ্টা টানা সাঁতারে বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
সাঁতারের সময় সাঁতারুদের পাশে উদ্ধারকারী নৌকায় বাংলাদেশ নৌবাহিনীর দুজন ডুবুরি থাকছেন। থাকবে একটি চিকিৎসাদলও।
এ দিকে গত দুদিন দুই সাঁতারু সেন্ট মার্টিনে সাঁতারের অনুশীলন করেছেন। গতকাল তাঁরা সেন্ট মার্টিন থেকে ছেঁড়াদ্বীপ পর্যন্ত ছয় কিলোমিটার সাগর সাঁতরে পাড়ি দেন।
বাংলা চ্যানেল সাঁতার ২০১১ অভিযানের আয়োজক নর্থ অ্যালপাইন ক্লাব বাংলাদেশ ও এক্সট্রিম বাংলা। সহযোগিতা করছে বাংলাদেশ নৌবাহিনী। পৃষ্ঠপোষক হিসেবে আছে সামিট গ্রুপ ও নাভানা গ্রুপ। আরও সহযোগিতা করছে ফ্যাশন হাউস নিত্য উপহার।

No comments:

Post a Comment