Friday, 15 April 2011

Rafique terms Khaled's remark "Seditious"

Rafique terms Khaled's remark "Seditious"





Dhaka: Khondoker Ibrahim Khaled's suggestion that only martial law can ensure trial of alleged stocks offenders has drawn fierce criticism from top lawyers who term his comments "seditious" and "irresponsible".

"It amounts to sedition because martial law is illegal, unconstitutional," said Barrister Rafique-ul Haque of Khaled's remarks in a TV report aired on Thursday.


The former attorney general, who has appeared in courts for both prime minister Sheikh Hasina and former prime minister Khaleda Zia, finds the comments provocative.

"He who is instigating martial law should also be punished," Rafique-ul Haque said, speaking to bdnews24.com.

"It's not easy to fast-track such trials. There are courts, and the court is always in favour of the accused," Khaled told the Banglavision reporter on Thursday. "The court is never in favour of the accuser."

"Only martial law can fast-track such trials," Khaled said in the interview. "You can take (them) into custody and hold summary trials. You cannot do that in a democracy."

Anisul Huq, another top lawyer who has led the prosecution at the Bangabandhu murder trial, lent support to the former attorney general. "It is a very irresponsible statement. And it is not at all true that the court is always in favour of the accused," Anisul Huq told bdnews24.com.

"And what he said about martial law only reflected his no-confidence in the entire judicial system. This is never expected of a responsible citizen like him."

"He should know there is nothing called martial law in a civilised society."

"It is very sad that someone like him has made such a statement. This amounts to him expressing no-confidence in the legal process.

"I think by making such statements he (Khaled) is only proving that the [inquiry] report he has done is not acceptable," Anisul Huq said.

Rafique-ul Haque referred to the Supreme Court judgment on the 5th Amendment and subsequent pronouncements from top judges: "Our court has repeatedly said martial law is illegal, (and that) anyone declaring martial law should also be punished.

"(This means) you want summary trials, you don't want rule of law," Rafique-ul Haque said.

"It (also) amounts to contempt of court," said Rafique-ul Haque of Khaled's criticism of the judicial process.

Khaled, who led a four-member inquiry team into the Dec-Jan stock market upheaval, submitted his report on Apr 7. The government decided not to publish the 300-page report immediately, leading to calls that the findings be made public. Three days later, bdnews24.com, which got hold of a copy, uploaded the report on its site.

Tuesday, 12 April 2011

Wednesday, 6 April 2011

দুমুঠো অন্ন যে জোগাড় করতেই হবে

                                                        দুমুঠো অন্ন যে জোগাড় করতেই হবে      মা-বাবা হারা শিশু সন্তানটি চলে যেতে পারে ব্যস্ততম রাস্তায়। যে কোনো মুহূর্তে ঘটতে পারে অঘটন। কিন্তু দুমুঠো অন্ন যে জোগাড় করতেই হবে। তাই প্রিয় নাতিকে দড়ি দিয়ে বেঁধে রেখে ভিক্ষার জন্য চলে গেছেন এক হতদরিদ্র দাদি। শাহবাগ মোড় এলাকার

Monday, 4 April 2011

এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ

এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ!

                                                                তারিখ: ০৫-০৪-২০১১
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ইচ্ছা করলে এক ক্লিকে কম্পিউটারের সব ড্রাইভ রিফ্রেশ করে নিতে পারেন। এ জন্য Start/All Programme/Accessories/Notepad-এ গিয়ে নো্টপ্যাড খুলতে হবে। এরপর নিচের সংকেত হুবহু নোটপ্যাডে লিখতে হবে।
Echo Off
cd/
tree
C:
Tree
D:
Tree
E:
Tree
F:
Tree
G:
Tree
H:
Tree
I:
Tree
J:
Tree
K:
Tree
L:
Tree
এখানে C, D, E, F, G, H, T, J, K, L, M, N কমান্ডগুলো আপনার কম্পিউটারের ড্রাইভের লেটার হিসেবে ধরা হয়েছে। এ ছাড়া যদি আপনার কম্পিউটারে আরও কোনো ড্রাইভ থাকে, তাহলে আপনি সেটি নোটপ্যাডে যোগ করতে পারেন। যেমন—S ড্রাইভ যোগ করতে নোটপ্যাডের শেষে লিখতে হবে: S:
Tree
এ ছাড়া আপনি ইচ্ছা করলে যেকোনো ড্রাইভ রিফ্রেশের তালিকা থেকে বাদ দিতে পারবেন। এ জন্য ওই ড্রাইভের লেটার মুছে তার পরের লাইনের Tree লেখাটি মুছতে হবে।
সংকেত লেখার পর File/Save as-এ গিয়ে ফাইলটি Refresh Drive.bat নামে সেভ করুন। খেয়াল করুন, Refresh Drive নামের নতুন একটি ফাইল তৈরি হয়েছে। তৈরি হওয়া Refresh Drive ফাইলটিতে ডবল ক্লিক করলেই কম্পিউটারের সব ড্রাইভ একসাথে রিফ্রেশ হবে। এখন থেকে এই ফাইলে ক্লিক করেই আপনি ড্রাইভ রিফ্রেশ করতে পারবেন।

গড়ে তোলা হূৎপিণ্ডে স্পন্দনের অপেক্ষা


গড়ে তোলা হূৎপিণ্ডে স্পন্দনের অপেক্ষা


 
যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে গড়া হূৎপিণ্ড রেখে কম্পনের (বিট) অপেক্ষায় দিন গুনছেন বিজ্ঞানীরা। শিগগিরই এসব হূৎপিণ্ড সচল হবে বলে তাঁরা আশাবাদী। পরীক্ষাটি সফল হলে তা হবে মানবদেহের বাইরে নতুন করে গড়া কোনো হূৎপিণ্ডে কম্পন সৃষ্টির প্রথম ঘটনা। বিশ্বের কোটি কোটি হূদেরাগীর জন্য এটি হবে এক দারুণ সুখবর।
এই হূৎপিণ্ড তৈরির ক্ষেত্রে দান করা কয়েকটি হূৎপিণ্ড থেকে পেশিকোষ নিয়ে এর সঙ্গে রোগীর স্টেম সেলের সমন্বয় ঘটিয়েছেন গবেষকেরা। এরপর তাঁরা সবল হূৎকোষ তৈরির উপযোগী করে হূৎপিণ্ডগুলো রেখে দিয়েছেন বিশেষ স্থানে। এ ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে এমন ব্যবস্থা করা হয়েছে, যাতে ক্রমে উন্নত পর্যায়ে গিয়ে আপনাআপনি হূৎপিণ্ডে স্পন্দন সৃষ্টি হয়।
গবেষণার সঙ্গে জড়িত বিশেষজ্ঞ মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ডরিস টেলর বলেন, ‘এসব হূৎপিণ্ড পরিণত হচ্ছে। আমরা আশা করছি, কয়েক সপ্তাহের মধ্যে এগুলোর মধ্যে স্পন্দন দেখা যাবে।’ তিনি বলেন, ‘এ ধরনের একটি হূৎপিণ্ডকে পুরোপুরি কর্মক্ষম করার বেলায় অনেক বাধা রয়েছে। তবে আমি আশাবাদী, একদিন হূদেরাগে আক্রান্ত কোনো ব্যক্তির দেহে প্রতিস্থাপন করার উপযোগী হূৎপিণ্ডের পুরোটাই বাইরে থেকে জন্মানো সম্ভব হবে।’
ডরিস টেলরের ভাষ্য, হূৎপিণ্ড প্রতিস্থাপনের ক্ষেত্রে রোগীকে সাধারণত এমন কিছু ওষুধ খেতে হবে, যা পরবর্তী জীবনে তাঁর রোগ প্রতিরোধব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এতে ওই রোগীর উচ্চরক্তচাপ ও বহুমূত্র রোগ দেখা দিতে পারে; দেখা দিতে পারে কিডনি অকেজো হওয়ার মতো জটিলতা। কিন্তু রোগীর স্টেম সেল ব্যবহার করে বাইরে থেকে কোনো হূৎপিণ্ড তৈরি করে তা রোগীর দেহে প্রতিস্থাপন করলে এসব রোগের ঝুঁকি অনেক কমে যেতে পারে।
প্রতিস্থাপনযোগ্য হূৎপিণ্ড গড়ে তোলার ক্ষেত্রে গবেষকেরা প্রথমে দাতার হূৎপিণ্ড নিয়েছেন। এবার ওই হূৎপিণ্ড বিশেষ পদ্ধতিতে ধুয়ে কোষগুলো আলাদা করে মূল হূৎপিণ্ডকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, যা স্রেফ একটি আমিষের খাঁচা। গবেষকেরা এর নাম দিয়েছেন ‘গোস্ট হার্ট’। এবার এই গোস্ট হার্টের সঙ্গে যোগ করা হয়েছে হূদেরাগে ভোগা রোগীর স্টেম সেল। এভাবে এই হূৎপিণ্ডকে নতুন করে জন্মানোর সুযোগ দেওয়া হয়েছে। এর আগে টেলরের গবেষক দলটি ইঁদুর ও শূকরের হূৎপিণ্ড নিয়ে একই পদ্ধতিতে পরীক্ষা চালিয়ে এতে স্পন্দন সঞ্চারে সফল হয়েছেন। ডেইলি মেইল অনলাইন।